বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫,
২৯ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
শিরোনাম: ২য় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা      মাহমুদউল্লাহর অবসর নিয়ে সাকিব-মাশরাফির আবেগঘন পোস্ট      ওবায়দুল কাদেরের কললিস্টে চাঞ্চল্যকর তথ্য      রাজনীতির ময়দানে সুস্পষ্ট বিভক্তি      ভারতীয় ষড়যন্ত্র চলছেই      আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব      ধর্ষণ মামলায় দ্রুত পদক্ষেপ নিতে আইন সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা      
গ্রামবাংলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই ঘন্টা সড়ক অবরোধ
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ২:৪০ পিএম  (ভিজিটর : ৭০)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাস শ্রমিকদের সাথে থ্রি-হুইলার শ্রমিকদের মারামরি থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে দুই ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

শনিবার (৮ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানিয়েছে, থ্রি-হুইলারে যেন যাত্রী নিতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে চেকপোস্ট বসায় রূপাতলী বাসমালিক সমিতি। এ নিয়ে থ্রি-হুইলার চালকদের সাথে বেলা সাড়ে ১০টার দিকে বিরোধ তৈরি হয়। বেলা ১১টার দিকে বাস ও থ্রি-হুইলার চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

খবর পেয়ে উভয় পক্ষের সংর্ঘর্ষ থামাতে যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় থ্রি-হুইলার চালকরা বলে শিক্ষার্থীদের অভিযোগ। হামলায় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তানজিল আজাদ, তরিকুল ইসলাম আজমাইন ও রবিউল ইসলাম আহত হন।

শিক্ষার্থী তানজিল আজাদ বলেন, মারামারি দেখে আমরা এগিয়ে গিয়ে দেখি ষাটোর্ধ্ব এক যাত্রীকে থ্রি-হুইলার চালকরা মারধর করছে। তখন আমি তাকে ছাড়িয়ে দিই। তখন চালকরা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে।

তরিকুল ইসলাম আজমাইন বলেন, সিএনজি চালকরা বাসে উঠে সাধারণ যাত্রীদের আঘাত করছিল। তখন আমরা তাদের মারামারি না করতে বলায় সিএনজি চালক ও স্থানীয় ৭/৮ জন মিলে আমাদের মারধর করে।

মারধরের প্রতিবাদে তাৎক্ষণিক সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। প্রায় দুই ঘন্টা ধরে অবরোধ চলতে থাকায় কুয়াকাটা বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। পরবর্তীতে বাস মালিক সমিতি, সেনাবাহিনী ও মেট্রোপলিটন পুলিশের সমঝোতার আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে সড়কে যানচলাচল শুরু করেছে। ঘটনার সমাধানে আমরা বৈঠকে বসেছি। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।

কেকে/এএম



মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

২য় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা
কিশোরগঞ্জে বিএনপির নেতা বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মাহমুদউল্লাহর অবসর নিয়ে সাকিব-মাশরাফির আবেগঘন পোস্ট
বেরোবি প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের ইফতার মাহফিল
ওবায়দুল কাদেরের কললিস্টে চাঞ্চল্যকর তথ্য

সর্বাধিক পঠিত

সংবাদ প্রকাশের পর ঘুষের টাকা ফেরত দিল পুলিশ
কুবির প্রশ্ন সরবরাহের সেই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি
কালিগঞ্জে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
কোন খুঁটির জোরে বহাল তবিয়তে ফ্যাসিবাদের দোসর তারিক মাহমুদ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close