রবিবার, ৯ মার্চ ২০২৫,
২৫ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ৯ মার্চ ২০২৫
শিরোনাম: ঈদে এক সপ্তাহ আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা      মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ      ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন: জামায়াত আমির      ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের       ধর্ষণে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা      গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬      অস্বস্তি নিয়েই বসবাস      
খোলাকাগজ স্পেশাল
নির্বাচন ঘিরে দ্বন্দ্বে বেকাদায় সরকার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৪:১৬ পিএম আপডেট: ০৮.০৩.২০২৫ ৪:৩০ পিএম  (ভিজিটর : ৭৫)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দিন যত গড়াচ্ছে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য ততো তীব্র হচ্ছে। বিশেষ করেন বিএনপি, জামায়াত ইসালামী এবং সদ্য গঠিত ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এসিপি) মধ্যে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব বাড়ছে। জাতীয় সংসদ নির্বাচনের আলোচনার মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে গণপরিষদের আলোচনা। কারণ আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিনে এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরেছে। গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান প্রণয়নের জন্য প্রয়োজন এরকম কথা বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের কথা বলে আসছে বিএনপি। জামায়াতে ইসলামীও সংস্কার শেষে ‘যৌক্তিক সময়ের’ মধ্যে নির্বাচনের কথা বলছে। অন্যান্য দলগুলোও কমবেশি এর মধ্যেই ঘুরপাক খেয়েছে। বিএনপি চায় আগে জাতীয় নির্বাচন, অন্যদিকে জামায়াত চায় আগে স্থানীয় নির্বাচন। তবে জাতীয় নাগরিক পার্টি বলছে, গণপরিষদ নির্বাচনের কথা। যেটাকে বিএনপি দেখছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে।  

এর আগে বিতর্ক ছিল স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, না কি জাতীয় সংসদ নির্বচান আগে। এই আলোচনার মধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছিল ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই তাদের প্রস্তুতি এগোচ্ছে। সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সময় বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সম্প্রতি সেই জাগয়া থেকে কিছুটা সরে এসেছে সরকার। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায় তাহলে নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। আর যদি একটু বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সংস্কারের বিষয়ে তিনি বলেন, ছয়টি কমিশনের সুপারিশ করা সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। জুলাই সনদ আমাদের পথ দেখাবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদে প্রদত্ত সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করবে।
 
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের জন্য গড়িমসি কেন? সরকারও নির্বাচনের জন্য একটা মাস দিয়েছিল। বলেছিল ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আবার শুনি কেউ কেউ বলছে না, এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, সহায়তা করবে সরকার। আমরা আশা করি, সরকার দেশের মানুষের সঙ্গে ন্যায়সংগত আচরণ করবে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেন, এই মুহূর্তে আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তার পরে না স্থানীয় সরকার নির্বাচন। সংস্কার তো চলমান ধারা। এটা চলবে যাতে কোনোদিন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হলে আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তারপরই স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, কেউ কেউ বলছেন, গণপরিষদ নির্বাচন করতে হবে। ভাই, আমরা তো এটা বুঝতে পারছি না। গণপরিষদ করতে হয় এই কারণে তার মাধ্যমে একটা সংবিধান রচনা করা হয়। আমাদের তো সংবিধান আছে। শেখ হাসিনা সংবিধানে অনেক ধরনের ফ্যাসিবাদী আইন-কানুন যুক্ত করেছেন। কিন্তু এটা তো সংশোধনেরও বিধান আছে। অনেকবার সংশোধনও হয়েছে। তো গণপরিষদ আসছে কেন? এই কথাগুলো বিভ্রান্তি তৈরি করছে।

বিএনপি আগে জাতীয় নির্বাচনের দাবি করলেও জামায়াতের দাবি ভিন্ন। দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া দরকার। এর সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, এখানে দুটো কারণ আছে। প্রথমটা হচ্ছে, এখন কোনো সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধি নেই, পৌরসভায় নেই, উপজেলায় নেই। নিচের স্তরগুলোও নির্বাচনের অপেক্ষায় আছে। উন্নয়ন হচ্ছে না, মানুষ জনদুর্ভোগের প্রতিকারে তো জনপ্রতিনিধিকে পাচ্ছে না। 

ফলে স্থানীয় নির্বাচনটি দ্রুত দরকার। দ্বিতীয় কারণ হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যায়, তাহলে সেটা নিরপেক্ষ হবে বলেই আমরা আশা করি। তা না হলে যে কোনো রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন হোক না কেন, তারা সেটা কবজা করে নিতে চাইবে। এ কারণেই আমরা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই। 

তবে নির্বাচনের আগে সংস্কারের শর্তটি বারবার আনছে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র নেতারা। গত সপ্তাহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছিলেন, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম জানিয়েছেন, এ বছর দেশে নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। গত বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন-শাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে। 

স্থানীয় সরকার নির্বাচন সময়সাপেক্ষ। পাঁচ থেকে ছয় ধাপে এই নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাও একটা বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আগামী ডিসেম্বর বা জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে হলে এবং এর আগেই স্থানীয় সরকার নির্বাচন হলে তার তফসিল ঘোষণা করতে হবে এখনই। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, যদি আমরা স্থানীয় সরকার নির্বাচনে যেতে চাই, তাহলে সরকারের প্রস্তুতিটাও লাগবে। একইসঙ্গে লাগবে রাজনৈতিক ঐকমত্য। স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে করতে হয়। সেটা করতে গেলে অন্তত একবছর সময় দরকার হবে। তিনি বলেন, আমরা যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করি তাহলে জাতীয় নির্বাচন অনেক পিছিয়ে যাবে। তখন প্রধান উপদেষ্টার তরফ থেকে ডিসেম্বর এবং পরের বছরের জুন নাগাদ যে একটা কথা বলা হয়েছে, সেটি রক্ষা করা সম্ভব হবে না।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গজারিয়ায় দুটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু
আর্থিক সুবিধার বিনিময়ে বিএনপির ১৫ ইউনিয়নে পকেট কমিটি অনুমোদনের অভিযোগ
ছাত্রদল সভাপতির রগ কেটে দিলো বিএনপি নেতারা
বাঞ্ছারামপুরে ভাতিজার হাত ধরে পালালেন চাচি

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে ভাতিজার হাত ধরে পালালেন চাচি
বিএনপি নেতা হত্যাকাণ্ডে প্যানেল চেয়ারম্যানসহ আটক ৩
কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন
নারায়ণগঞ্জে সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close