আজকে দিনটি নারীদের
শুভ আন্তর্জাতিক নারী দিবস,
সামাজিক সব বাধা পেরিয়ে
এগিয়ে চলে অদম্য বেশ।
অর্থনৈতিক সমৃদ্ধিতে রাখছে
তারা দৃপ্ত পদচিহ্ন,
কঠিন পথে লড়াই করে গড়ছে
নতুন ইতিহাসের চিহ্ন।
সাংস্কৃতিক সব আঙ্গিনাতে
তারা ছড়ায় আলো,
সৃজনশীলতার ঝরনাধারায়
রঙিন করে ভুবন ভালো।
রাজনৈতিক শক্তি নিয়ে
নেতৃত্ব দেয় দেশ ও জাতি,
সমতার জয়গান গেয়ে আনছে
নতুন দিনের বারতি।
শিক্ষার আলোয় আলোকিত
গড়ছে স্বপ্নের ভুবন,
নারীর হাতে শক্তি এলো
বদলে যাবে এই জীবন।
পরিবার, সমাজ, কর্মক্ষেত্র
সর্বত্রই তাদের দ্যুতি,
সব অবহেলা পেছনে ফেলে
তারা জয় করে গতি।
আজকের দিন কেবল নয়
প্রতিটি দিন নারীদের,
সম্মান দিতে শিখবে সবাই
হৃদয় জুড়ে নিজের।
আসুন সবাই শপথ রাখি
একসঙ্গে চলি পথ,
নারীর জয়গানে বিশ্ব জাগুক
থাকুক না আর শর্ত।
লেখক
মো: সাদ্দাম হোসেইন
প্রভাষক, জীববিজ্ঞান
চরকালেখান আদর্শ কলেজ, মুলাদী, বরিশাল
লেখক ও প্রকাশক
নিজেই শিখুন কম্পিউটার অফিস এপ্লিকেশন।