গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে, দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া নারীদের অংশগ্রহণে বালিশ খেলার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাকিবুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার বর্মন, সহকারী শিক্ষা কর্মকর্তা আশিকুর রহমান, গণমাধ্যমকর্মী মোশাররফ হোসেন বুলু, রেজাউল ইসলাম, জিইউকের প্রতিনিধি ডলি সুলতানা ও নারী সংগঠক মানসুরা বেগম।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শুধুমাত্র আইন বা নীতি প্রণয়ন করলেই হবে না, বাস্তবায়নের ক্ষেত্রেও কার্যকর উদ্যোগ নিতে হবে। নারীদের অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজন প্রশিক্ষণ, সহায়তা ও নিরাপদ কর্মপরিবেশ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের নারীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
কেকে/এআর