কুষ্টিয়ায় নারী ও শিশু ধর্ষণসহ সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। “ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকের ফাঁসি নিশ্চিত করুন” শ্লোগানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শনিবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে সদর উপজেলা শাখার আয়োজনে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, আন্দোলন করে এক মাসের মধ্যে দেশ থেকে যেমন ফ্যাসিস্ট সরকার উৎখাতে দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিলেন। তেমনি নারী নির্যাতনসহ সকল অরাজকতা ও নৈরাজ্য দূরকরতে আবারো একজোট হয়ে ঝাপিয়ে পড়তেও প্রস্তুত আছে।
বক্তারা বলেন, সম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও অত্যাচারের ঘটনা আশংকাজনহারে বেড়েছে। এমন অবস্থা আর বাড়তে দেয়া যায়না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়টি প্রতি গুরুত্ব দেবেন বলে আমরা আশা করি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া সদর উপজেলা শাখার আহবায়ক কে এম রাইয়ানুর রহমান বলেন, এমন দিনে আমরা এই মানববন্ধন করছি যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তিনি বলেন, দেশকে অস্থির করতে বিদায়ী ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা ধরনের চক্রান্তে লিপ্ত হয়ে অরাজাকতা সৃষ্টি করছে। এর মাঝে মানুষ নামে কিছু নরপশুরা দেশের বিভিন্ন এলাকায় আমাদের মা-বোনদের ইজ্জতহানী করছে। এমনকি তাদের হাত থেকে আজ শিশুরাও নিরাপদ নয়। তাই এই মানববন্ধন থেকে সকল ধর্ষকদের গ্রেফতার ও দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মানবন্ধনের বক্তব্য রাখেন নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সুলতান মারুফ তালহা, রফিকুল্লাহ কালভি, রায়ান হাসান, রাসেল পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া সদর শাখার যুগ্ন-আহবায়ক আব্দুল আল জাহিদ, মুখপাত্র ওয়াহিদ আহমেদ রাজ প্রমুখ।
কেকে/এআর