গাজীপুর মহানগরীর ডুয়েট গেইট এলাকায় এল্টেক এলুমিনিয়াম ফ্যাক্টরিতে ইফতারির আগ মুহূর্তে ভয়াবহ আগুন লেগেছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের জয়দেবপুর শিমুলতলী এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেইট সংলগ্ন এল্টেক অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জয়দেবপুরে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুবেল রানা খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এলাকাবাসী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় হঠাৎ আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় আমরা এখনো কোনো হতাহতের খবর পাইনি।
পুলিশ জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
কেকে/ এমএস