আজ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর ৮ মার্চ এ দিবসটি নানা আয়োজনে এ দেশে পালিত হচ্ছে। এ বছর অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী কল্যাণ ও উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে যখন সারা বিশ্বসহ সারাদেশে দিবসটি পালিত হয়েছে। তবে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়া দেখা গেছে ভিন্ন চিত্র। বেলা ১১টার দিকে উপজেলা হলরুমে যখন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা চলছিল ঠিক সেসময় উপজেলা চত্বরে একদল নারী শ্রমিক করছে মাটি ভরাটের কাজ।
জানা যায়, তেঁতুলিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে ২ বছর মেয়াদি আউটসোর্সিং হিসেবে কাজ করছে ওই নারী শ্রমিক দলের সদস্যরা। তবে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেও তাদের ভাগ্যে মেলেনি সাধারণ ছুটি, সুযোগ হয়নি আলোচনা সভায় অংশ নেয়ার। তবে তারা বলেন,সকালে সুপারভাইজার ফারুক হোসেন নারী শ্রমিকদের সদ্য নির্মিত পাকা সড়কের পরিত্যক্ত, পাথর, বালি, সিমেন্ট ও মাটি সরানো, ভরাটের কাজে লাগিয়ে দিয়ে চলে যান। অথচ সেই সময় উপজেলা চত্বরের হলরুমেই চলছিলো নারী দিবসের গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারী প্রতিনিধিরা উপস্থিত হয়ে আলোচনা করছেন নারীদের ক্ষমতায়নের উপর গুরুত্ব দিয়ে। অথচ বাইরে একদল নারী শ্রমিক কাজে ব্যস্ত থাকলেও এলজিইডি তাদের উপর কোন গুরুত্ব না দিয়ে উল্টো ছুটির দিনে ও তাদের দ্বারা অন্যায় ভাবে খাটিয়ে নিয়েছে।
এ বিষয়ে কথা হলে নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, আমরা কাজ দৈনিক ৩শ টাকা হাজিরা পাই। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা কাজ করতে হয়। আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস অথচ আমাদের কোন ছুটি দেয়নি এলজিইডির সুপারভাইজার।
তিনি আরো বলেন, সকালে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী খান, সার্ভেয়ার জয়নাল আবেদিন ও সুপার ভাইজার ফারুক হোসেন আমাদের কাজ দেখিয়ে ফিল্ডে চলে যান।
একই কথা বলেন সোনা বানু নামে আরেক নারী শ্রমিক জানান, ‘আমাদের কাজ না করলে বেতন হয় না। আজকে আমাদের মত অনেক নারী এসেছে, অনুষ্ঠানেও অংশ নিয়েছে কিন্তু আমরা ছুটি না পাওয়ার কারণে সেখানে উপস্থিত পারিনি। আমরা দিনভর কাজ করেছি। সে অনুষ্ঠানের যেতে পারলে অনেক ভালো লাগতো। শুনেছি নারীদের নিয়ে অনেক সেখানে আলোচনা হয়েছে।’
অন্যদিকে সুপারভাইজার ফারুক হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকে এ বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী ইদ্রিস আলী খান বলেন, আমি সমস্যাটি সমাধান করে দিয়েছি। নারী শ্রমিক চুক্তিভিত্তিক, তাদের শুক্রবার ছাড়া ছুটি নেই। তবে আজকে যেটা হয়েছে সেটা সমাধান করে দিয়েছি।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, ‘বিষয়টি আমি প্রোগ্রাম শেষে জানাতে পারছি। পরে সাথে সাথে এলজিইডির প্রকৌশলীকে জানিয়েছি। এত সুন্দর একটি প্রোগ্রামে নারী শ্রমিকরা উপস্থিত থাকতে পারলে অনেক ভালো হতো। পরবর্তীতে যেন এমন না হয় সে ক্ষেত্রে সকল অফিসারদেরকে বিষয়টি অবগত করেছি।’
কেকে/ এমএস