আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন লোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব শাহ্। ‘পতিত জমিন’ শিরোনামে এ গাটি লিখেছেন গীতিকবি সাইফুল বারী এবং সুর ও সঙ্গীত আয়োজন করেছেন হাফিজ বাউলা।
আসন্ন রোজার ঈদে ভিডিও আকারে গানটি রাজীব শাহ্ মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানা গেছে।
গান প্রসঙ্গে হাফিজ বাউলা বলেন, সুন্দর কথার একটি গানের কাজ করলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে।
গীতিকবি সাইফুল বারী বলেন, অনেক দিনের ইচ্ছে ও আকাঙ্ক্ষা ছিল রাজী শাহ্ ভাইয়ের সঙ্গে একটি কাজ হোক। এত দিন ব্যাটে-বলে মেলেনি তাই কাজ করা হয়নি। অবশেষে কাজটি করতে পারলাম। আশা করছি, গানটি সবার কাছে ভালো লাগবে।
কণ্ঠশিল্পী রাজী শাহ্ বলেন, সাইফুল বারী আমার কাছের ছোট ভাই। এবারই ওর লেখা প্রথম গাইলাম। কামতত্ত্বের এ গানটি চমৎকার কথা দিয়ে সাজিয়েছে ও। সবার কাছেই ভালো লাগবে বলে বিশ্বাস করি।
কেকে/এএম