ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাও ঋষিপাড়া এলাকায় অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (৯ মার্চ) স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তারা হলেন, আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।
পুলিশ জানায়, ওই নারী গতকাল শনিবার বিকেলের দিকে স্বামীর সাথে অভিমান করে চাঁদপুর থেকে ঢাকায় আসে। একপর্যায়ে পোস্তগোলা আসার পর তাকে থাকা-খাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে পানগাঁও এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মোশারফ হোসেন মিয়া।
কেকে/ এমএস