নারায়ণগঞ্জের বন্দরে সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগীর সৎ বাবা শামীমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে বন্দরের নবীগঞ্জ কদম রসূল হাউজিং (অলিম্পিয়া) আবাসিক এলাকায় এঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টা ও পর্ণগ্রাফি আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ‘গত ৩ মার্চ শামীম তাঁর সৎ মেয়েকে (১৪) ঘুমের ঔষধ খাইয়ে অচেতন অবস্থায় তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করে। সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি কিশোরী তাঁর মা’কে জানায়। শনিবার রাতে সেই ভিডিও দেখিয়ে পুনরায় ধর্ষণের চেষ্টা করে শামীম।
এক পর্যায়ে কিশোরী ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে শামীমকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে শামীমকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। অভিযুক্ত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস