জয়পুরহাটের আক্কেলপুরে টিসিবি পণ্য নিতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে সোলায়মান আলী (৫৭) নামের এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হলহলিয়া রেল ব্রিজের দক্ষিণ পার্শ্বে এই দুর্ঘটনা ঘটে। তিনি ছোট অনন্তপুর গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে। তিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিলেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী সোলায়মান আলী রেল লাইনের ওপর দিয়ে হেঁটে জাফরপুরে টিসিবি পণ্য নিতে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মিঠু হোসেন বলেন, আমার বাবা বাক ও শ্রবণ প্রতিবন্ধি (বোবা) ছিলেন। তিনি রোববার সকালে রেল লাইনের উপর দিয়ে হেঁটে জাফরপুর সোনামুখী ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য নিতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। হয়তো ট্রেন আসার শব্দ কানে শুনতে না পেরে এই দুর্ঘটনার শিকার হন তিনি। তা ছাড়া কথাও বলতে পারতেন না।
সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। তিনি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএম