ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাস তল্লাশি করে ৮০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে করেছে র্যাব-১১। এ সময় কৌশলে পালিয়ে যায় আরো দুই মাদক ব্যবসায়ী।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আব্দুল মালেক (৩৮)। সে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। সে কুমিল্লা দক্ষিণ সদরে পরিবার নিয়ে ভাড়া থাকত বলে জানা গেছে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার ডিএডি/জেসিও মজিবুর রহমান বলেন, আমরা খবর পাই কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানে করে ৮০ কেজি গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিন ব্যক্তি। তাদের ধরতে শনিবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় চেক পোস্ট বসায় র্যাব-১১। রাত ৪টার দিকে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান ও মাইক্রোবাসকে থামার সিগনাল দিলে তারা না থেমে ইউটার্ন নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় তারা মহাসড়কের উলটা পাশের মনিংসান হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুিেন্টের সামনে গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করি আমরা। বাকি দুইজন কৌশলে পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যান ও মাইক্রোবাস তল্লাশি করে ৮০কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ ষাট হাজার টাকা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে গজারিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে হস্তান্তর করেছে র্যাব।
কেকে/এএম