বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ মার্চ) ভোররাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর বাইশারীর সেলিম রাবার কোম্পানির ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাক্টরিতে ডাকাতি করতে যায় একদল ডাকাত। অফিস কক্ষের পাশে শ্রমিকদের থাকার ঘরে প্রবেশ করে রাবার শ্রমিক আলমাছ খাতুন ও তার পরিবারে সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অফিসে থাকা রাবার এবং টাকা-পয়সা বের করে দেয়ার জন্য হুমকি দেয়।
এসময় পাশের রুমে শুয়ে থাকা আলমাছ খাতুনের মেয়ে কম্বলের ভিতর থেকে কৌশলে মোবাইল করে ডাকাতদের উপস্থিতি সম্পর্কে প্রতিবেশি মো. আলীকে জানান। তিনি দ্রুত আশেপাশের লোকজনকে এবং পুলিশকে ঘটনা জানান এবং লোকজন জড়ো হয়ে ঘটনাস্থলের দিকে আসে।
এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতের ছোড়া গুলিতে মো. আলী গলায় এবং ডান পায়ে এবং জনৈক মকতুল হোসেন বুকে ও পায়ে গুলিবিদ্ধ হয়।
পরে উপস্থিত লোকজন সাহসিকতার সাথে ডাকাত ছৈয়দ করিমকে আটক করে ফেলে, এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। ততক্ষনে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের উপস্থিতে জনগণের সহায়তায় এসময় ঘটনাস্থল থেকে কক্সবাজার জেলার রামু থানার বাসিন্দা মৃত কাসেম আলী এর ছেলে ডাকাত সৈয়দ করিমকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএস