ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের স্ত্রী, শাশুড়ি ও বেয়ান গুরুতর আহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ছোট ভাই বাবু মিয়া ও আলী আকবর বড় ভাই ইমান উদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তার, শাশুড়ি মাহফুজা বেগম ও বেয়ান নাহিদা আক্তারের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের মারধর করেন। হামলার সময় তারা ভুক্তভোগীদের গলা ও কান থেকে স্বর্ণালঙ্কার এবং নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেন। এরপর ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে তাদের আটকে রাখেন।
খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার একদল পুলিশ গিয়ে তালা ভেঙে আহতদের উদ্ধার করে এবং তাদের বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার ইমান উদ্দিন ও তার স্ত্রী মায়ের সঙ্গে কথা বলার সময় বাবু মিয়া ও আলী আকবর অতর্কিত হামলা চালান। হামলায় গুরুতর আহত ইমান উদ্দিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইমান উদ্দিন বলেন, আমাদের ভাইদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এলাকাবাসীর সালিশে মীমাংসা হলেও তারা আমাদের ওপর বর্বর হামলা চালিয়েছে।
শিরিন আক্তার বলেন, দুই-তিন বছর ধরে জমিজমা নিয়ে বিরোধ ছিল, যা সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়েছিল। কিন্তু তারপরও তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা সুবিচার চাই, দেশবাসীর কাছে বিচার দাবি করছি।
রূপসদী ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস মেম্বার বলেন, এর আগেও বিষয়টি নিয়ে সালিশ হয়েছে, কিন্তু আজকের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
অভিযুক্ত বাবু মিয়া ও আলী আকবরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের আইনের আওতায় আনা হবে।
কেকে/এএম