সোমবার, ১০ মার্চ ২০২৫,
২৬ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ১০ মার্চ ২০২৫
শিরোনাম: কিউইদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের      ঈদে এক সপ্তাহ আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা      মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ      ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন: জামায়াত আমির      ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের       ধর্ষণে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা      গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬      
গ্রামবাংলা
বহিস্কৃত যুবদল নেতা সুমন ষড়যন্ত্রের স্বীকার দাবি করে সাবেক ছাত্রনেতাদের সংবাদ সম্মেলন
আশিকুর রহমান পিয়াল, নরসিংদী
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ৯:১২ পিএম  (ভিজিটর : ৫৪)

নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টারের করা লিখিত অভিযোগ ও সংবাদ প্রকাশের পর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে বহিস্কার হওয়া নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন ষড়যন্ত্রের স্বীকার বলে দাবি করেছেন নরসিংদীর সকল সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ।

রোববার (৯ মার্চ) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবী করেন জেলার প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে বর্তমান দায়িত্বরত ছাত্রদল নেতারা।

এ সময় লিখিত বক্তব্যে জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা একেএম গোলাম কবির কামাল বলেন, নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন একজন পরীক্ষিত সাবেক ছাত্রনেতা। ছাত্রদল, যুবদল, জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে সে সু-পরিচিত।

তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে সুমনকে হেয় প্রতিপন্ন করতে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুছা কর্তৃক জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ বিভিন্ন দফতরে মিথ্যা অভিযোগ করেন। মিথ্যা অভিযোগ করার ফলে কেন্দ্রীয়ভাবে তাকে যুবদলের শহরের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়। মূলত স্টেশন মাস্টার এটিএম মুছা কর্তৃক রেলওয়ে মসজিদের টাকার গড়মিল, স্টেশনে মাদকের আড্ডা, ছিনতাইসহ অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ত্যাগী নেতা সুমনকে বহিস্কার হতে হয়েছে।

তিনি আরো বলেন, অতীতে সে আওয়ামী লীগের এমপি হিরুর স্বজনসহ ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের সাথে আতাঁত করে রেলওয়ে স্টেশনে চাঁদা আদায়, টিকেট কালোবাজারিসহ অবৈধভাবে টাকা উপার্জনে জড়িত ছিল। বর্তমানে সে নিজেকে জিয়ার সৈনিক পরিচয় দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করাসহ নিজে বাঁচার চেষ্টা করছে। দ্রুত সময়ের মধ্যে স্টেশন মাস্টার এটিএম মুছাসহ আওয়ামী দোসরদেরকে স্টেশন থেকে প্রত্যাহার করার দাবি জানান তিনি। অন্যথায় জনতা আইন হাতে তুলে নিলে কেউ দায়ী থাকবে না বলে হুশিয়ারি দেন গোলাম কবির কামাল।

এ সময় যুবদল নেতা সুমনের দলীয় পদ ফিরে পেতে সংশ্লিষ্টদের প্রতি পূর্নবিবেচনার অনুরোধও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ভিপি এম এ জলিল, সাবেক সাধারণ সস্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম আপেল, সাবেক সাধারণ সস্পাদক ও সাবেক জিএস দীপক কুমার বর্মণ প্রিন্স, সাবেক জিএস আকরাম হোসেন আকরাম, সাবেক ভিপি নাসির আহমেদ, সাবেক জিএস শরীফ আহমেদ, নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত প্রমুখ।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সুমনকে বহিস্কারের তথ্য জানানো হয়। চাঁদা না দেওয়ায় নরসিংদী রেলওয়ে কর্মকর্তাদেরকে শারীরিক লাঞ্চিত করণের অভিযোগ ওঠে এই নেতার বিরুদ্ধে। যা নরসিংদী জেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেন রেলস্টেশন মাস্টার এটিএম মুছা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বহিষ্কারের পদক্ষেপ নেয় যুবদল কেন্দ্রীয় কমিটি।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পদুয়ায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৩টি গরু পুড়ে ছাই
গাজীপুরে নিউ গ্রামীণ মোটর্স' কারখানায় অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি
গাজীপুরে বিএনপির উদ্যোগে মাসব্যপী গণইফতারের আয়োজন
কিউইদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের
‘ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল পাওনা বুঝিয়ে দিতে হবে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে ভাতিজার হাত ধরে পালালেন চাচি
আর্থিক সুবিধার বিনিময়ে বিএনপির ১৫ ইউনিয়নে পকেট কমিটি অনুমোদনের অভিযোগ
কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
বিএনপি নেতা হত্যাকাণ্ডে প্যানেল চেয়ারম্যানসহ আটক ৩
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close