গাজীপুরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
রোববার (৩ নভেম্বর) রাতে সদর উপজেলার শিরিরচালা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আরো দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানাধীন এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলামকে এবং এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আতাবুর ও শিমুল মিয়াকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন- পিরুজালী ইউনিয়নের বর্তাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে জহিরুল ইসলাম (৩৮), শিরিরচালা মধ্যপাড়া গ্রামের মৃত আ. রহমানের ছেলে আতাবুর(৪১), এবং ভালুকা থানার মামারিশপুর গ্রামের মৃত সাইফুল মিয়ার ছেলে শিমুল মিয়া(৩১)। তারা দীর্ঘদিন ধরে জয়দেবপুর থানা এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বলে জানা যায়।
আজ জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরুজালী ও শিরিরচালা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
কেকে/এজে