চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নে টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা রফিকুল ইসলাম নিহতের ঘটনায় তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন ও যুগ্ম সম্পাদক আব্দুল খালেককে দলের প্রথমিক সদস্য পদসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত এ বহিষ্কার পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা কমিটির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী স্বাক্ষরিত পৃথক তিনটি পত্রে এ বহিষ্কার আদেশ পত্র প্রেরণ করা হয়েছে।
বহিষ্কার আদেশ পত্রে পৃথক পৃথক ভাবে জানানো হয়, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে দেখা গেছে যে, আপনি দলীয় গঠনতন্ত্র ও আদর্শের পরিপন্থী কার্য কলাপে লিপ্ত রয়েছেন। এতে দলীয় শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে এবং দলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনতন্ত্র এর আলোকে এবং দলের স্বার্থ রক্ষার্থে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিন্ধান্ত মোতাবেক আপনাকে বিএনপির পদ থেকে স্থায়ী ভাবে অব্যাহতি দেওয়া হলো এবং দল থেকে বহিষ্কার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপি, তিতুদহ ইউনিয়ন বিএনপিসহ সংশ্লিষ্ট দপ্তরকে সদয় অবগতির জন্য দর্শনা থানা বিএনপির পক্ষ থেকে বহিষ্কারের পত্র দেওয়া হয়েছে।
কেকে/এআর