তুচ্ছ ঘটনায় ছাত্রদল কর্মী খুন, খুনি আটক
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১:২১ এএম আপডেট: ১০.০৩.২০২৫ ১:০৫ পিএম (ভিজিটর : ৬৯)

ছবি : ছাত্রদল কর্মীকে খুনের অভিযোগে আটক সম্রাট
নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় অপূর্ব নামে এক ছাত্রদল কর্মী খুন হয়েছে। হত্যার অভিযোগে স্থানীয় জনতা সম্রাট নামে এক দুর্বৃত্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অপূর্ব ফতুল্লার মাসদাইর এলাকার বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে। সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
এ বিষয়ে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আজিজুল ইসলাম রাজিব জানান, রাতে দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল হয়। মিছিলে অপূর্বও ছিল। মিছিল শেষে যাওয়ার পথে একটি চায়ের দোকানের সামনে সম্রাট এক ব্যক্তির সঙ্গে ঝগড়া করছিল। বিষয়টি দেখে অপূর্ব থামাতে গেলে সম্রাটের সঙ্গে অপূর্বর কথা কাটাকাটির একপর্যাযে তার সঙ্গে থাকা ছুরি দিয়ে অপূর্বকে আঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটক সম্রাট শহরের গলাচিপা এলাকার মো. হোসেনের পুত্র।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সম্রাটকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা।
কেকে/এআর