নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) সকালে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মণ্ডল রিয়েল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু প্রমুখ। এতে কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা ও অনলাইন হয়রানি বেড়ে গেলেও বিচারহীনতার কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নারীরা চরম অনিরাপত্তায় রয়েছেন। তারা দ্রুত বিচার নিশ্চিত ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান, যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং নারীরা নিরাপদে থাকতে পারে।
কেকে/এআর