“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা অগ্নি নির্বাপণের বিভিন্ন মহড়া দেখান। পরে ধনবাড়ী উপজেলা প্রশান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সানোয়ার হোসেন, লিডার খাদেমুজ্জামান, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা।
এ সময় ধনবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সাংবাদিক জাহিদ হাসানসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, ফায়ার সার্ভিসের ধনবাড়ী স্টেশনের উদ্ধারকর্মীগন, শিক্ষক-সাংবাদিক সহ এলাকার সুধীজরা উপস্থিত ছিলেন।
কেকে/এআর