লালমনিরহাটে গৃহবধু হাসিনা বেগমকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত স্বামী আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ মার্চ) লালমনিরহাট শহরে জজ কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৮ মার্চ) নিহতের সতীন মেহেরুন বেগমকে (৫৪) বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আশরাফুল ইসলাম (৫৯) লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দীঘলটারী কুটিরচর এলাকার মৃত নবাব আলীর ছেলে। তিনি পেশায় একজন একজন ভ্যানচালক।
নিহত হাসিনা বেগম (৪৪) ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ দরিবাস এলাকার মৃত কাশেম আলী ও মৃত আছিমা বেগমের মেয়ে। ২৪-২৫ বছর আগে আশরাফুল ইসলামের সাথে তার বিয়ে হয়েছিল।
পুলিশ জানায়, বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে শফিকুল ইসলাম নামে এক কৃষকের ভূট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে প্রযুক্তির মাধ্যমে পরদিন বৃহস্পতিবার সকালে তার পরিচয় সনাক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে নিহত হাসিনার স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র, রক্তমাখা কাপড় ও ভ্যান জব্দ করে। নিহত হাসিনার সতীন মেহেরুন বেগমের দেওয়া তথ্যে পুলিম শনিবার বিকালে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নে দূর্গাপুর সীমান্ত এলাকায় তামাকখেত থেকে হাসিনার মাথা উদ্ধার করা হয।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুনি স্বামী আশরাফুল ইসলামকে জজ কোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার স্ত্রী হাসিনা বেগমকে জবাই করে হত্যার পর তিনি বিভিন্ন স্থানে আত্মগোপন করে থেকেছিলেন। আশরাপুফকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে কেন তিনি তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেকে/এআর