বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪,
২৩ কার্তিক ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
শিরোনাম: ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১১০৯      যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া      বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা       মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন      ছাত্রলীগ সভাপতিকে নিয়ে টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন      ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে: প্রেস সচিব      আগামীর বাংলা হবে ইসলামপন্থিদের বাংলা: ফয়জুল করীম       
গ্রামবাংলা
কুষ্টিয়ায় ট্রেন আটকে ছাত্র-জনতার বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:০২ পিএম আপডেট: ০৫.১১.২০২৪ ৭:৪৯ এএম  (ভিজিটর : ৬৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রেনের রুট পরিবর্তনের দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। 

আজ সোমবার (৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট-স্টেশনে আটকে রেখে প্রায় ১ ঘন্টা বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারী ছাত্র-জনতা। 

বিক্ষোভকারীরা বলেন, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ এবং বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ আগামী ১৫ নভেম্বর থেকে কুষ্টিয়ার ওপর দিয়ে চলাচলকারী এই দুই আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই রুট পরিবর্তন বাতিল করে কুষ্টিয়ার ওপর দিয়েই ট্রেন দুটি চালু রাখার দাবিতে কোর্ট স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুষ্টিয়ার ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনসাধারণ। 

সোমবার বেলা ১২ টার সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট স্টেশনে আসলে তা থামিয়ে বিক্ষোভ  ও মানববন্ধন করে তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা প্রায় ১ ঘন্টা পর ট্রেনটি ছেড়ে দেয়।

এ সময় বিক্ষোভকারীরা জানান, ট্রেন চলাচলের রুট পরিবর্তন করলে জেলার মানুষ যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক কাজে ঢাকা বা খুলনা যাতায়াতের জন্য যাত্রীদের দুর্ভোগ বাড়বে। 

এছাড়াও রুট পরিবর্তন হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। তারা দাবি করেন, অবিলম্বে এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেয় বিক্ষুব্ধ জনসাধারণ। 

বাংলাদেশ রেলওয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খাতুন জানান, এই রুট থেকে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন সরানোর ব্যাপারে কোন নির্দেশনা এখনো আসেনি। আগামীতে এই দুটি ট্রেনের রুট পরিবর্তন করা হলে কুষ্টিয়া-ঢাকা রুটে নতুন ট্রেনের ব্যবস্থার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট আবেদন কর হয়েছে। এ সময় এই রুটে বিকল্প নতুন ট্রেনের ব্যবস্থার আশ্বাসের কথা বলেন এই কর্মকর্তা।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিকে ১২টা ১৫মিনিট থেকে ১২টা ৫৫মিনিট পর্যন্ত আটকে রাখা হয়। পরে আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা দেয়।

কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খতুন জানান, রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা জানানো হয়নি। এখনও রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আপনাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।  

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে কুষ্টিয়া দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চালু হয়। এতে স্থানীয়দের ঢাকায় যাতায়াতে সুবিধা হতো।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১১০৯
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া
বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা
মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন
ছাত্রলীগ সভাপতিকে নিয়ে টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন

সর্বাধিক পঠিত

ধামরাইয়ে বাস উল্টে হেলাপার নিহত, আহত অর্ধশতাধিক
মতলব উত্তরে পারিবারিক সহিংসতায় গত ৩ মাসে ৭ খুন
নীলফামারীতে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আনন্দ র‌্যালি
ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে কুবি উপাচার্যের অসন্তোষ
হাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝