চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ী থেকে মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (৯ মার্চ) দিবাগত রাত উপজেলার বারশত ইউনিয়নের হাজি পুকুরপাড় বখতিয়ার পাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মো. মনির আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়া গ্রামের মো. ওবায়দুল আলমের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় সিভিল সোর্স তথ্যের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন মো. নাফিস সাদিক রিফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী মো. মনির কে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় বাসায় তল্লাশি করে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।
কেকে/এএম