সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার ও ন্যায়বিচার নিয়ে কাজ করা সংগঠন (রিজু)।
রোববার (৯ মার্চ) সন্ধ্যায় রিজিওয়নাল রাইটস অ্যান্ড জাস্টিস (রিজু)-এর নির্বাহী পরিচালক ও বেরোবি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতার ঘটনাগুলি উদ্বেগজনক মাত্রা অর্জন করেছে। বিশেষত, মাগুরায় আট বছরের এক শিশু নির্মম ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একইভাবে ঠাকুরগাঁওয়ে এক শিক্ষকের বিরুদ্ধে তারই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সাড়া দেশে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ধর্ষণের ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এসব ঘটনা সমাজে প্রচলিত নৈতিক অবক্ষয়ের প্রকটতা ও আইনের কার্যকারিতার সীমাবদ্ধতাকে স্পষ্টভাবে তুলে ধরছে।
রিজু এ ধরনের নারকীয় অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছে। ধর্ষণ কেবল একটি ব্যক্তিগত অপরাধ নয়; বরং এটি মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত বহিঃপ্রকাশ এবং সমাজের মৌলিক নৈতিক মূল্যবোধের ওপর গুরুতর আঘাত। এই প্রেক্ষাপটে, আমরা রাষ্ট্রের প্রতি জোরালোভাবে আহ্বান জানাই যে, ধর্ষণ-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক ।
এ ছাড়া, ধর্ষণের শিকার ব্যক্তিদের জন্য সর্বোচ্চ চিকিৎসা সুবিধা, মানসিক সহায়তা, সামাজিক নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমরা সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, মানবাধিকার সংগঠন এবং নাগরিক সমাজকে যৌন সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার মাধ্যমে একটি সুরক্ষিত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সকলে একযোগে কাজ করতে হবে।
প্রসঙ্গত, রিজু হচ্ছে রংপুর অঞ্চলের মানুষের মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বুদ্ধিবৃত্তিক, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। এ সংগঠনটি মূলত মানবাধিকার, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষি ও সামাজিক উন্নয়নসহ নানাবিধ বিষয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।
কেকে/এএম