নাটোরে ভুট্টা ক্ষেত থেকে আল মামুন নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার নারায়ন কান্দি এলাকার ভেদরার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল মামুন একই জেলার সিংড়া উপজেলার উত্তর দমদমা এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে নারায়ন কান্দি এলাকার ভেদরার বিলে ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মরদেহটি রাজমিস্ত্রি আল মামুনের বলে নিশ্চিত হয় তারা।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মামুনকে মাথার পেছনে আঘাত করে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। লাশ ময়নাতদস্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেকে/এএম