রংপুরের কাউনিয়ায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকন্যা ধর্ষণচেষ্টা মামলার আসামি সাজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় কাউনিয়া থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজু মিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভুগী এবং আসামির বাড়ি পাশাপাশি। আসামি সাজু মিয়া মুদিখানার ব্যবসা করে। গত ২১ ফেব্রুয়ারি দুপুরের সময় শিশুটি সাজু মিয়ার দোকানে চকলেট কেনার জন্য যায়। ওই সময় সাজু মিয়া ভুক্তভুগীকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের পাশে তার বসতবাড়ির গোয়াল ঘরের কোনায় নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় পরিহিত প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে আসামি সাজু মিয়া শিশুটিকে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল জানান, ঘটনার দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে সাজু মিয়ার নামে ধর্ষণ চেষ্টা মামলা করে। মামলার পর থেকেই পলাতক ছিলেন সাজু মিয়া। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ধৃত সাজু মিয়াকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এএম