সারা দেশে চলমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যানারে প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন। একইদিনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও অন্য সংগঠন একই দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন বলেন, ‘সারাদেশে ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের মত ঘটনা ঘটছে, যেগুলো বন্ধ হওয়া উচিত। ধর্ষক ও নিপীড়কদের উপযুক্ত বিচার করতে হবে। এ ব্যাপারে বাংলাদেশের মানুষ একমত। অপরাধী যেই হোক, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারীরা যাতে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও সহিংসতার শিকার না হতে হয়, সেজন্য যা করার দরকার সরকারকে করতে হবে।’
শিক্ষার্থীরা বলেন, নারীরা কোন না কোনভাবেই নির্যাতনের শিকার হচ্ছে। নারীরা আজ কোথাও নিরাপদ নেই। আমরা নারীদের নিরাপত্তা ও অধিকার চাই। আমরা স্বাধীনভাবে চলতে ও বাঁচতে চাই। এমন একটি নিরাপদ সমাজ চাই, যেখানে সমাজে নারী-পুরুষ সবার সমান অধিকার থাকবে। ধর্ষক ও নিপীড়কদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবির কথাও জানান তারা।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উপমা দত্তের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার, সহকারী অধ্যাপক খাদিজা আক্তার মুক্তি, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসরান জাহান লিজা, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রহিমা নাসরিন ও লোকপ্রশাস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সোহাগ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
কেকে/ এমএস