সোমবার, ১০ মার্চ ২০২৫,
২৬ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ১০ মার্চ ২০২৫
শিরোনাম: শেখ মুজিবের ছবি থাকায় ঈদে ব্যাংকে মিলবে না নতুন নোট      ছেলের সেমিস্টার ফি ৪০০ কোটি পাঠালেন বাংলাদেশি বাবা      রাখাল রাহাকে ভণ্ড বুদ্ধিজীবী বললেন সারজিস আলম      পরিবারসহ সালমান এফ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা      রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান      ভলকার তুর্কের মন্তব্যে যা জানালো সেনাবাহিনী      পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম      
গ্রামবাংলা
শান্তিগঞ্জে পোকার আক্রমণে দিশেহারা কৃষক
নোহান আরেফিন নেওয়াজ, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৭:০১ পিএম  (ভিজিটর : ৯৮)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

শান্তিগঞ্জ উপজেলায় বৃষ্টিহীনতা, বোরো ধানে মাজরা পোকার আক্রমন ও অসময়ে বেশি ঠান্ডার কারণে ব্লাস্ট রোগের লক্ষণ দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার হাজারো কৃষক। হাওর অধ্যুষিত এ উপজেলায় প্রতি বছর শত শত কোটি টাকার ধান উৎপাদন হয় যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

একদিকে বৃষ্টির অভাব অন্যদিকে ধানের জম খ্যাত মাজরা পোকার উপদ্রব ও ব্লাস্ট রোগ। পোকার উপদ্রবে ইতোমধ্যে প্রায় ১০ শতাংশ জমির রোপনকৃত চারা নষ্ট হওয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অন্যদিকে, পরিমিত বৃষ্টি না হওয়ায় লালচে ভাব ধরেছে ধানগাছে। কিছু ধানের চারা মারা যাওয়ারও উপক্রম হয়েছে। ব্লাস্ট রোগের কারণে ধানের শীষ গজানোর আগেই ভঙ্গুর হয়ে যাচ্ছে ধান গাছ। সব মিলিয়ে কৃষকদের ওপর এখন মড়ার উপর খাঁড়ার ঘা পড়েছে। এমন অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে দিশেহারা এ উপজেলার এক ফসলি বোরো চাষিরা।

উপজেলা কৃষি কর্যালয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলায় ছোট বড় হাওর রয়েছে ১৬টি। এসব হাওরে এ বছর মোট বোরো ধানের আবাদ করা হয়েছে ২২ হাজার ৬১২ হেক্টর জমি। যা থেকে উৎপাদন হবে প্রায় ৯০ হাজার ৪শ ৪৮ মেট্রিক টন ধান। যে ধানের বাজারমূল্য আনুমানিক ২শ ৮৩ কোটি টাকা।

তারা জানান, জমিতে একাধিক সমস্যা থাকলেও কৃষকদের সচেতন করার চেষ্টা করে যাচ্ছে কৃষি অফিস। সেই সাথে জমিতে নানা জাতের কীটনাশক ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন তারা। সচেতনতা বাড়াতে বিভিন্ন ইউনিয়নে করা হচ্ছে কৃষি সমাবেশ। সবকিছুর পরেও লক্ষমাত্রা পূরণে ব্যপক আশাবাদী কৃষি অফিস।

উপজেলার জামখলা হাওরের বাঁচাডুবি অংশের কৃষক হান্নান মিয়া ও দেখার হাওরের কৃষক তাজুল ইসলাম বলেন, হাওরে রোপনকৃত জমি নিয়ে আমরা ভীষণ চিন্তিত! আমাদের এক ফসলি এলাকা। এই ফসলের উপরেই আমাদের জীবিকা নির্ভর করে। এ বছর মাত্র একবার বৃষ্টি হয়েছে। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাই ধানের চারাগুলো লালচে হয়ে যাচ্ছে। মাজরা পোকার আক্রমনে ধানগাছ নষ্ট হচ্ছে। এদিকে, রাতে বেশি ঠান্ডা ও কুয়াশা পড়ার কারণে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানগাছে শীষ গজানোর আগেই বেঁকে যাচ্ছে। আমরা খুবই ক্ষতির সম্মুখিন হব। এই ধান নিয়েই আমাদের সারা বছরের স্বপ্ন ও পরিকল্পনা সাজানো থাকে। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের সব স্বপ্ন ও পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। কৃষি অফিসের পরামর্শে আপতত জমিতে কীটনাশক ব্যবহার করছি। কিন্তু কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না।

শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব বলেন, প্রায় ১০ শতাংশ জমিতে মাজরা পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা আশাবাদী দ্রুত বৃষ্টি হবে। বৃষ্টি হলে মাজরা পোকার প্রাদুর্ভাব কমে যাবে। খরাও কমবে। ব্লাস্ট রোগের শঙ্কাও থাকবে না। এ ছাড়াও উদ্ভুত পরিস্থিতে আমরা কৃষকদের সাথে কথা বলছি। তাদেরকে পরামর্শ দিচ্ছি। ইতোমধ্যে পূর্ব পাগলা ইউনিয়নসহ আরো দুই-একটি ইউনিয়নে কৃষি সমাবেশ করেছি। পর্যায়ক্রমে সব ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলব। জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করছি। লক্ষমাত্রা পুরণে আমরা খুবই আশাবাদী।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সালথা-ফরিদপুর সড়কে মাহিন্দ্র উল্টে প্রাণ গেলো কৃষকের
নাসির উদ্দিন ফাউন্ডেশন কতৃক রমজানের উপহার সামগ্রি বিতরণ
ধর্ষণের প্রতিবাদে নালিতাবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে: ডা. শফিকুর রহমান
অপরাধ নির্মূলে কেরানীগঞ্জে পুলিশের অভিযান, গ্রেফতার ৬

সর্বাধিক পঠিত

রংপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার
কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি আটক
মাধবপুরে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
এবার গাজীপুরে ৯ বছরের শিশুকে কাজের কথা বলে ধর্ষণের অভিযোগ
শান্তিগঞ্জে পোকার আক্রমণে দিশেহারা কৃষক

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close