দেশব্যাপী চলমান নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পর এবার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসর দাবি জানিয়ে মানববন্ধন করেছে ‘শাবি শিক্ষক সমিতি’।
সোমবার (১০ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন।
মানববন্ধনের সঞ্চালনা করেন শাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবির। এতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ও হয়রানি নিরোধ সেলের পরিচালক অধ্যাপক ড. সাবিনা ইসলাম বলেন, সম্প্রতি দেশে নারী ও শিশুর উপর যে সহিংসতা হচ্ছে তা মোকাবিলায় প্রকাশ্যে কিছু শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন, সেটি হতে পারে ‘প্রকাশ্যে ফাঁসির আদেশ’। এভাবে শাস্তি প্রদান করার মধ্য দিয়ে নির্যাতনের মাত্রা কমানো সম্ভব হবে, দেশের চলমান আইনে যদি তা সম্ভব না হয় তাহলে আইনের সংশোধন করে শাস্তি কার্যকর করা প্রয়োজন।
মাগুরায় শিশু ধর্ষণের বিষয়টি উল্লেখ করে তিনি আরো বলেন, ঘটনার সাথে কারা জড়িত সেটা যেহেতু প্রমাণিত, এ ধর্ষকদের আগামী ১ মাসের মধ্যে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করা হোক।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নারী ও শিশুদের অধিকার নিশ্চিত না করে কোনো সমাজ উন্নতি করতে পারে না, সেই সমাজ সভ্য বলে বিবেচিত হয় না। আমরা অনতিবিলম্বে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে কীভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যায় সে বিষয়ে। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সুন্দর ও দৃঢ়ভাবে চিন্তা করা প্রয়োজন এবং সবাইকে সচেতন করতে সরকারের উচিত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া।
উল্লেখ্য, দেশে চলমান নারী শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নানা কর্মসূচি পালন করছে শাবিপ্রবি শিক্ষার্থীরা। গত ৮ মার্চ দিনগত রাত আড়াইটায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আবাসিক হলের শিক্ষার্থীরা। ৯ মার্চ দুপুর ২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মাগুরায় ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি আওতায় নিয়ে আসতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন তারা। একইদিন রাত ১০টায় ক্যাম্পাসে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা।
কেকে/এএম