দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় সুন্দরগঞ্জ পৌরশহরের বাহিরগোলা মোড়ে শহিদ নূর ইসলাম চত্বরে ছাত্রজনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—শিক্ষার্থী কামরুল হাসান, রেজোওয়ানুল কবির, নুর আলম মিয়া নুর, নুসরাত আঁখি, আমিনুল ইসলাম, শহিদুর ইসলাম সুমন প্রমুখ।
বক্তারা বলেন, দেশজুড়ে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি গভীর উদ্বেগের বিষয়। প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণ, নির্যাতন ও অনলাইনে হেনস্তার ঘটনা ঘটছে, অথচ অপরাধীরা শাস্তির আওতায় আসছে না। যদি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে এ পরিস্থিতির আরো অবনতি হবে।
তারা আরো বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি বিচার ব্যবস্থাকে আরো কার্যকর করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী নির্যাতনের বিরুদ্ধে শাস্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
কেকে/এএম