দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সাড়ে ১১ টায় টঙ্গী কলেজ গেট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন।
মানববন্ধনে মাহমুদুল হাসান মিরন বলেন, ধর্ষণকারী শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং ধর্ষকদের সর্বোচ্চ বিচার হবে ৩০ দিনের মধ্যে। কোন দেরি হবে না। যদি আইনের বলবৎ সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে কোন ধর্ষণকারী সাহস পাবে না আমার বোনের ইজ্জত নষ্ট করতে।
তিনি আরো বলেন, এই ফ্যাসিস্ট চলে যাওয়ার পর আমাদের যে আইন-শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে একটি নির্দিষ্ট সময় প্রয়োজনে ডাকা হলে, তারা ৫০ মিনিট পরে আসে। তাদের একটি নিলনৃত্ব ভূমিকা সারা বাংলাদেশের দেখাতে পাচ্ছি আমরা। আমরা মনে করি আপনাদের এই নিলনৃত্ব ভূমিকাই হচ্ছে ফ্যাসিস্টদের সমর্থন করার শামিল। তাই আপনারা যদি দ্রুত পদক্ষেপ নিতে না পারেন, তাহলে আমরা মনে করব ফ্যাসিস্টের লালন-পালন করা প্রশাসন আপনারা বসে আছেন। তাই আপনাদেরকে অপসারণ করার জন্যই আমাদের মাঠে নামতে হবে।
অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা যদি সমগ্র বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতি দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারেন, নির্বাচনের মাধ্যমে দলীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যান। আমাদের বাংলাদেশের মানুষ ও মা-বোনেরা মাঠে নেমে গেছে। যদি পর পর নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা সারা বাংলাদেশে ঘটতে থাকে , তবে তারা আরেকটিবার গণ বিস্ফোরণের মত মাঠে নেমে আসবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মমিন, সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এমএইচ আরিফ, মেহেদী হাসান রোমান, ইমতিয়াজ আহম্মেদ সিজান, আলাউদ্দিন সুমন, ছাত্রদলের অনিকা আক্তার, টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী আনিকা মুন্নি, নুসরাত জাহান, মরিয়ম আক্তার, জান্নাত, মিম, ইসরাত জাহান সানিয়া, আফসানা আক্তার মীম প্রমুখ।
কেকে/ এমএস