চট্টগ্রাম জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে সাতকানিয়া উপজেলায় গোয়েন্দা সংস্থার এনএসআই ও পুলিশের এর যৌথ অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এলাইট হসপিটালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত ৭০০ পিস ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত মো. আবু বক্কর (৩৯) সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের মো. আবদুস সোবহানের পুত্র ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/ এমএস