দেশব্যাপী ধর্ষণ, সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী সিফাত আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ শাওন, পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব মনিরুল ইসলাম আব্দুল্লাহসহ উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে চলমান সহিংসতা, নারীদের প্রতি অব্যাহত নির্যাতন এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ জনগণের সঙ্গে নিয়ে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে ছাত্রদল।
আয়োজকরা জানান, তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের প্রতিবাদ জানাতে এই মানববন্ধনের আয়োজন করেছেন এবং ভবিষ্যতেও অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন।
কেকে/এএম