দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে সরকারি নাজমুল স্মৃতি কলেজের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব সাইদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক দুর্জয় হাসান শাকিল, ছাত্রনেতা ইউসুফ মিয়া, কলেজ ছাত্রদলের ছাত্রনেতা ওমর ফাহিম রিয়ালসহ অন্যান্যরা।
মানববন্ধনে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানানো হয়।
কেকে/ এমএস