কক্সবাজারের চকরিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ৯ঘন্টা পরে আরমানুল ইসলাম শান্ত (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার (১০ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া তমতলা এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত যুবক আরমানুল ইসলাম শান্ত ওই এলাকার মৃত সেলিম উদ্দিন ছেলে।
নিহতের বড়ভাই সাইফুল ইসলাম বলেন, ‘ভোরে আমার চাচাতো বোন রোজিনা আকতার বাড়ীর দক্ষিণে খোলা জায়গাতে থাকা আকাশমণি গাছের সাথে রশি প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগানো এক যুবকের লাশ ঝুলছে দেখে ভয়ে চিৎকার করলে আমিসহ স্থানীয় ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে থানা পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে ঝুলন্তবস্থায় লাশ উদ্ধার করেন। আমার ভাইয়ের মৃত্যুর বিষয়ে কারো প্রতি কোন অভিযোগ নেই বলে তিনি উল্লেখ করেছেন।
চকরিয়া থানার এসআই মো. সোহরাব সাকিব বলেন, আত্মহত্যাকারী শান্তর বড়ভাই সাইফুল ইসলাম কাউকে ভাইয়ের মৃত্যুর জন্য দায় না করে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করেন। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
কেকে/ এমএস