বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫,
৪ বৈশাখ ১৪৩২
বাংলা English

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
শিরোনাম: রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে: আলী রীয়াজ      নতুন রাজনৈতিক দল আ-আম জনতা পার্টি'র আত্মপ্রকাশ      প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনা আলম গ্রেফতার      পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাধাচ্ছে ভারত       রেল অবরোধ কর্মসূচি শিথিল, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা      নির্বাচনি রোডম্যাপ নিয়ে সরগরম রাজনীতি      ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি      
গ্রামবাংলা
মায়ের প্রেমিকের গরম ছুরির ছ্যাঁকায় ঝলসে গেল ৪ বছরের মানহার শরীর
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১:৩৩ এএম  (ভিজিটর : ১২২)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মানহা বিবি মরিয়মের দুরন্তপনা যেন থেমে গেছে। শিশুটি কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, কিছুই বলে না। নরম শরীরে গরম ছুরির ছ্যাঁকার ভয় যেন তাড়া করছে চার বছরের এ অবুঝ শিশুটিকে। মায়ের প্রেমিকের অমানবিক নির্যাতনে শিশু মানহা ছটফট করছে অসহ্য যন্ত্রণায়। দিনের পর দিন মানহা ও তার মায়ের ওপর প্রেমিক শামসুজ্জামানের নির্যাতন চলেছে। কখনো ছুরি গরম করে তার শরীরে ছ্যাঁকা দিয়েছে, কখনো বেত্রাঘাত। 

ছোট্ট মানহার শরীর জুড়েই শামসুজ্জামানের নির্যাতনের চিহ্ন। অসংখ্য পোড়া দাগ। প্রতিবাদ করলেই মানহার মাকে পেটাত শামসুজ্জামান। গাজীপুরে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা সংলগ্ন কলাবাগান এলাকার ফজলুল হকের বাড়িতে ভাড়া থেকে এভাবেই মা-মেয়ের ওপর চলত শামসুজ্জামানের নির্যাতন। 

অবশেষে শামসুজ্জামানের নির্যাতন থেকে মুক্তি পেয়েছে শিশুটি। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর থানা পুলিশ মানহা ও তার মাকে উদ্ধার করেছে। 

রোববার (৯ মার্চ) রাতে তাদেরকে উদ্ধারের পর শামসুজ্জামানকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
জানা যায়, স্বামী মনির হোসেনের সঙ্গে বিচ্ছেদের পর রুমি আক্তার মেয়ে মানহাকে নিয়ে বেশ ভালো দিন কাটাচ্ছিলেন। এরই মধ্যে ফেসবুকে পরিচয় হয় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তলিয়াচাঁদপুর গ্রামের ইউসূফ আলীর ছেলে শামসুজ্জামানের সঙ্গে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মাস চার আগে মাওনার চৌরাস্তা এলাকার ফজলুল হকের বাড়ির একটি রুম ভাড়া নেন তারা। সঙ্গে ছিল মানহাও। রুমি তার মেয়েকে বাবা বলে শামসুজ্জামানকে পরিচয় করিয়ে দেন। এরপর থেকে মেয়েটি শামসুজ্জামানকে আব্বু আব্বু বলে পুরো ঘর মাতিয়ে রাখত।

এদিকে বিয়ে না করেই সংসার করছিল রুমি ও শামসুজ্জামান। কিছুদিন যেতে না যেতেই বেরিয়ে আসে শামসুজ্জামানের আসল চরিত্র। নেশায় বুঁদ হয়ে থাকত বাসায়। ঘুম থেকে উঠেই শিশুটির ওপর চালাত নির্যাতন। 

রুমি আক্তার বলেন, প্রতিবাদ করলেই আমাকে মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে রাখত। গত চার মাস ধরে শিশুটির ওপর নিষ্ঠুর নির্যাতন চলেছে। গত শুক্রবার রাতেও গ্যাসের চুলায় ছুরি গরম করে শিশু মানহার কাঁধ, হাত, ঘাড়, গলা, গাল ও কানে ছ্যাঁকা দেয় শামসুজ্জামান। ঘরেই আটকে রাখা হয় তাকে। রোববার সন্ধ্যার পর প্রতিবেশীরা বিষয়টি টের পান। রাতেই পুলিশে খবর দেওয়া হয়। জানানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও। খবর পেয়ে পুলিশ শিশুকে উদ্ধার করে নিয়ে যায়। 

মানহার মা রুমি আরো বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মেয়েকে পাশের কক্ষে দরজা বন্ধ করে ছুরি গরম করে শরীরে ছ্যাঁকা দেয়। আমাকে ঘরে আটকে রাখে। কাউকে কিছু বলতে পারিনি। পাশের ভাড়াটিয়ারা জেনে আমাদের উদ্ধার করে। 

মানহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তার মা রুমি আক্তারের জিম্মায় দেওয়া হয়েছে বলে  জানিয়েছে পুলিশ।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শামসুজ্জামানের সঙ্গে পরিচয় হয় রুমির। পরে তারা বিয়ে না করেই এক সঙ্গে বসবাস শুরু করেন। মাদকাসক্ত শামসুজ্জামান শিশুটির ওপর অমানবিক নির্যাতন করেছে। রোববার রাতেই তাকে পুলিশ আটক করে নিয়ে আসে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিলের ভ্রাম্যমাণ আদালত তার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে দুই বাংলাদেশি আটক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানচলাচল বন্ধ
টঙ্গীবাড়ীর ইউপিতে বৈদ্যুতিক মিটারে আগুন, চেয়ারম্যানকে হত্যার হুমকি
আরাভ খানের যাবজ্জীবন কারাদণ্ড
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

সর্বাধিক পঠিত

ভূঞাপুরে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু
৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ২৯৪ তরুণ
পাটগ্রাম পৌরসভার করের টাকা লোপাট
এনসিপি আউট, জামায়াত ইন
সখীপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close