রাজধানী সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৩ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগ উপ পরিচালক মো. ছালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন আগে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ছড়িয়ে পড়ার কোনও সম্ভবনা নেই। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
এর আগে, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে একে একে ঘটনাস্থলে আসে ফায়ারের ৯টি ইউনিট।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশে ছিলো সেনাবাহিনী, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।
কেকে/এআর