গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট বি এস আই এস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।
আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯ টা থেকে তারা অবরোধ করে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান গোলাক কাগজকে এ তথ্য জানান।
তিনি বলেন, গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।
এদিকে, মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) বিএইচ আই এস এ্যাপারেল্স লি: তারিখ: ১১-০৩-২০২৫ কারখানা বন্ধের নোটিশ দেখা লেখা আছে,
এতদ্বারা অত্র কারখানার সকল কর্মী ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১০/০৩/২০২৫ইং তারিখ অনুমান সকাল ১০.০৫ ঘটিকার সময় কর্মী ও কর্মচারীগণ নিয়ম বর্হিভূত ভাবে কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে উচ্ছৃঙ্খল আচরণ করে। কর্মী ও কর্মচারীগণকে কাজে যোগদানের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্মী ও কর্মচারীগণ কাজে যোগদান থেকে বিরত থাকে। কর্মী-কর্মচারীগণের এই ধরনের আচরণ অবৈধ ধর্মঘটের সামিল। কর্তৃপক্ষ মনে করছে উচ্ছৃঙ্খল কর্মী-কর্মচারীগণ কারখানাতে যে কোন ধরণের নাশকতা সৃষ্টি করতে পারে।
এমতাবস্থায়, কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম-আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক ১১/০৩/২০২৫ইং তারিখ হতে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষনা করল।
পরবর্তীতে কারখানা খোলার অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ যথারীতি নোটিশের মাধ্যমে জানানো হবে। প্রকাশ থাকে যে, সিকিউরিটি ও অন্যান্য জরুরী সেবা প্রদানকারীগণ উক্ত বন্ধের আওতা বহির্ভূত থাকবে।
কেকে/এআর