বুধবার, ১২ মার্চ ২০২৫,
২৮ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ১২ মার্চ ২০২৫
শিরোনাম: পাকিস্তানে ট্রেনের যাত্রীদের জিম্মি: ২০ সেনা নিহত, জিম্মি ১৮২       রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান      হাবীবুল্লাহ বাহারের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দম্পতি গ্রেফতার      ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি, আহত পুলিশ      জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল      গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা      শেখ হাসিনা ও তার পরিবারের ১২৪ অ্যাকাউন্ট জব্দ      
আন্তর্জাতিক
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো গ্রেফতার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১১:৪৮ এএম  (ভিজিটর : ৫৯)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে মানবতাবিরোধী অপরাধের দায়ের মামলায় ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। খবর রয়টার্স 

মঙ্গলবার (১১ মার্চ) ম্যানিলা বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রেসিডেন্ট অফিস এ তথ্য জানিয়েছে।

হংকং থেকে দেশে ফেরার পরই পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্তাতে ক্ষমতায় থাকাকালীন অবৈধভাবে মাদক পাচারের অভিযোগে দেশে গণহত্যা চালায়। আদালত এ বিষয়ে তদন্ত করবে। 

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুর্তাতের বিরুদ্ধে ২০১১ সালের নভেম্বর থেকে শুরু করে ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত সময়ের মাধ্য চালানোর হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর ডাভাওয়ের মেয়র এবং দেশটির প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া এ সময়ের মধ্যে তিনি যে হত্যাকাণ্ড চালিয়েছেন তা সম্ভব্য মানবতাবিরোধী অপরাধের সামিল হিসেবে গণ্য হতে পারে। 

২০১৯ সালে রন্দ্রিগো দুর্তাতে রোম সংবিধি থেকে ফিলিপাইনকে প্রত্যাহার করে নেয়। ওই সময়ে মানবাধিকার কর্মীরা এই কাজকে তার বিরুদ্ধে আনিত গণহত্যার বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে উত্থাপন করে। এছাড়া ২০২১ সালে দুতার্তের প্রশাসন আন্তর্জাতি অপরাধ আদালতের তদন্ত কার্যক্রম স্থগিত করার উদ্যোগ নেন। তখন তিনি যুক্তি দেখিয়েছিলেন, ফিলিপাইনের আদালতই এ বিষয়ে তদন্ত করছে। তখন তিনি আরও বলেছিলেন, আইসিসি হলো শেষ আশ্রয়স্থল, তাই এ বিষয়ে তদন্ত করা তার এখতিয়ারের মধ্যে নয়। 

পরবর্তীতে ২০২৩ সালে আইসিসির আপিল বিভাগ দুতার্তের বিরুদ্ধে আনিত অভিযোগ পুনরায় তদন্ত শুরু করা যেতে পারে বলে রায় দেন এবং দুতার্তের প্রশাসনের আবেদন খারিজ করে দেন। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত তখনই হস্তক্ষেপ করতে পারে যখন কোনো দেশ গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা রিবোধী অপরাধের মতো ভয়াবহ আন্তর্জাতিক অপরাধের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করতে অপারগতা প্রকাশ করে। 

২০২২ সালে দুর্তাতের স্থলাভিষিক্ত হওয়া প্রেসিডেন্ট মার্কোস ক্ষমতা গ্রহণের পর তিনিও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেননি। তবে দুর্তাতের সঙ্গে তার ব্যাপকভাবে রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছিল। এর ফলে তার প্রশাসন থেকে বলা হয়েছিল, যদি আইসিসি আন্তর্জাতিক পুলিশের মাধ্যমে দুর্তাতেকে গ্রেপ্তার করতে রেড নোটিশ পাঠায় তাহলে তারা সহযোগিতা করবে। 

প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে, আইসিসি থেকে ম্যানিলা ইন্টোরপোলের কাছে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়। তারই ভিত্তিতে মঙ্গলবার রদ্রিগো দুর্তাতে হংকং থেকে ম্যানিলা বিমানবন্দরে নামার পরই তাকে গ্রেফতার করা হয়। 

বিবৃতিতে আরো বলা হয়, ফিলিপাইনের ন্যাশনাল পুলিশ গ্রেফতারি পরোয়ান পাওয়ার ফলে আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিল। 

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  মানবতাবিরোধী অপরাধ   ফিলিপাইনের প্রেসিডেন্ট   রদ্রিগো দুতার্তে  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু
বিএনপি নেতার সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী
উত্তরায় ৬৩ কোরআনের হাফেজকে সম্মাননা প্রদান
লাখ টাকার মিষ্টি কুমড়া এখন কৃষকদের গলার কাঁটা
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া

সর্বাধিক পঠিত

হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
রানীক্ষেত রোগে রায়হানের স্বপ্ন ভেঙে চুরমার
চবিতে ছাত্র মজলিসের কোরআন তেলাওয়াতের আসর ও ইফতার মাহফিল
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close