নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান হাবুকে (৪২) ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১১ এর একটি টিম সোমবার (১০ মার্চ) ঝিনাইদহের সদরের গোলায়পাড়া থেকে তাকে গ্রেফতার করে। হাবিবুর রহমান হাবু সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের রাউতগাঁও এলাকার আতশ আলীর ছেলে।
হাবুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইশতিয়াক হোসাইন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, ভিকটিম চলাফেরা ও কথাবার্তা বলতে পারে একজন নাবালিকা প্রতিবন্ধী। সে গত ২২ ফেব্রুয়ারি সোনারগাঁয়ের পেচাইন এলাকার নিজ বাড়ি থেকে রাউতগাঁও যাবার পরে অভিযুক্ত হাবিবুর রহমান হাবু তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের কথা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলবে হুমকি দিয়ে ছেড়ে দেয়। ঘটনা জানার পরে ভিকটিমের মা রুমি আক্তার বাদী হয়ে হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি সোনারগাঁও থানায় একটি ধষর্ণ মামলা দায়ের করেন।
কেকে/এআর