হবিগঞ্জ- ৩ সংসদীয় আসনের সাবেক এমপি, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট চৌধুরী আব্দুল হাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মঙ্গলবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে সকাল পৌনে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
হবিগঞ্জ আদালতের আইনজীবি এডভোকেট শাহ ফখরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান- সাবেক এমপি এডভোকেট চৌধুরী আব্দুল হাই মৃত্যুর আগ পর্যন্ত জেলা এডভোকেট সমিতির সিনিয়র সদস্য ছিলেন। এছাড়া জেলা বারের সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তাই আজ দুপুর ১২টায় ফুলকোর্ট রেফারেন্স ও বেলা ২ টায় বার লাইব্রেরীতে শোকসভা অনুষ্ঠিত হবে।
সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে তিনি রাজনীতিতে যোগদান করে ভাসানী ন্যাপের হবিগঞ্জ মহকুমার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি মোজাফ্ফর ন্যাপে যোগদান করে হবিগঞ্জে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৬-৮৭ সালে ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিপুল ভোটে হবিগঞ্জ- ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
চৌধুরী আব্দুল হাই হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত চৌধুরী আব্দুল গণির পুত্র।
কেকে/এআর