চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযানে জয়নাল আবেদীন আরাফাত(৩০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) আনুমানিক দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বণিক পাড়া ও সত্যপীর মাজার এলাকায় মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া জামাল মেম্বার বাড়ী এলাকার মোহাম্মদ হকের পুত্র জয়নুল আবেদীন আরফাতকে (৩০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এজে