মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে আবুল হোসেন (৪০) নামে এক বাউল শিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত আবুল হোসেন ওই এলাকার মৃত হাসেম ফকিরের ছেলে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ আজিমপুর এলাকার ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে পরিকল্পিতভাবে আবুল হোসেনকে হত্যা করে মরদেহটি ভুট্টা ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।
কেকে/এআর