ফরিদপুরের সালথায় যুবদল নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মামলায় আটঘর ইউনিয়ন আ.লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পৌনে ১ টার দিকে ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেন নকুলহাটি গ্রামের মৃত জয়নন্দীন মোল্যার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সালথা উপজেলা যুবদল নেতা কিত্তা গ্রামের বাসিন্দা হাসান আশরাফের বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নি সংযোগ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ মামলার আসামী জাকির মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী ২০২৫ সকালে উপজেলা যুবদল নেতা হাসান আশ্রাফের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বিএনপি নেতা নাছির মাতুব্বর সহ ৭৪ জনের নামে থানায় একটি মামলা করা হয়।
কেকে/এআর