বুধবার, ১২ মার্চ ২০২৫,
২৮ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ১২ মার্চ ২০২৫
শিরোনাম: দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল      শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা      কাফনের কাপড় মুড়িয়ে সড়কে শুয়ে পড়েছেন শিক্ষকরা      এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না      ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ       সেনাবাহিনী অভিযানে উদ্ধার দেড় শতাধিক যাত্রী, নিহত ২৭ সন্ত্রাসী      অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই       
রাজধানী
এক মার্কেটে দুই কমিটি, অস্বস্তিতে ব্যবসায়ীরা
মাহফুজুল আলম খোকন
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩:১৩ পিএম  (ভিজিটর : ১০২)

উত্তরা ৩নং সেক্টরের আমির কমপ্লেক্স বণিক সমিতির নামে পৃথক দুই পরিচালনা কমিটি ঘিরে সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম অস্বস্তি বিরাজ করছে। এতে ঈদকে সামনে রেখে ব্যবসায়িক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কায় ভুগছেন মার্কেটের সাধারণ দোকানিরা।

জানা যায়, উত্তরার আজমপুরে অবস্থিত আমির কমপ্লেক্স মার্কেট ব্যবসায়ীদের সংগঠন ‘আমির কমপ্লেক্স বণিক সমিতি’র ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি মেয়াদ গেল বছরের জুন মাসে শেষ হয়ে গেলেও সেসময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সভাপতির পদ ধরে রাখেন উত্তরা ১৩ নং সেক্টর ইউনিট আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান। কিন্তু, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে উত্তরায় ছাত্র-জনতার ওপর নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় আব্দুস সোবহানের নামে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের (মামলা নং-২৬/৩৩০) হওয়ায় সে বছরের ডিসেম্বরে মার্কেট ব্যবসায়ীদের অগোচরে গোলাম মাওলাকে আহ্বায়ক ও হাবিবুর রহমানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির তালিকায় স্বাক্ষর করে কৌশলে সটকে পড়েন তিনি।

তবে, বৈষম্যবিরোধী ছাত্রহত্যা মামলার আসামী ও আওয়ামী লীগের দোসর হওয়ায় আব্দুস সোবহানের স্বাক্ষরিত ওই আহ্বায়ক কমিটির বিপরীতে চলতি বছরের জানুয়ারিতে ব্যবসায়ীদের কণ্ঠভোটে মো. ওয়াহিদুজ্জামান সুজনকে সভাপতি ও সুলতান আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন ব্যবসায়ীদের অপর একটি পক্ষ। আর মার্কেট পরিচালনায় এই দুই কমিটির প্রচার-অপ্রচার ঘিরে মার্কেট ব্যবসায়ীদের মাঝে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

এ ব্যাপারে আমির কমপ্লেক্স মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা জানান, আব্দুস সোবহান স্বাক্ষরিত ওই আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব তোসাদ্দেক আহম্মেদ খান কিরণ- আব্দুস সোবহানের খাস অনুসারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সক্রিয় কর্মী। অতীতের বিভিন্ন সময় সোবহান-কিরণের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিল ও কর্মসূচি পালন; এমনকি অনিচ্ছা সত্বেও শেখ মুজিবের মাজার জিয়ারতে ব্যবসায়ীদেরকে জোরপূর্বক গোপালগঞ্জে নিয়ে যান তারা। তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের কণ্ঠভোটে নির্বাচিত সভাপতি ওয়াহিদুজ্জামান খান সুজনের নামে অপপ্রচার চালানোরও অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ মার্কেট ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আমির কমপ্লেক্স মার্কেটের ২য় তলার এক ব্যবসায়ী প্রতিবেদককে বলেন, ব্যবসায়ীদের অগোচরে আব্দুস সোবহান নিজ অনুসারীদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করায় সাধারণ ব্যবসায়ীদের অনেকেই সেটা মেনে নেয়নি। এসব বিষয় নিয়ে মার্কেটের সামনে কয়েকদিন আগে লোকজন জড়ো হইছিল। এগুলো নিয়ে আমরা আতঙ্কে আছি।

মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী শাহ আলম বলেন, আমরা ভাই সাধারণ ব্যবসায়ী। এই দোকান করেই আমাদের পেট চলে। সামনে ঈদ, আর এখন যদি কমিটির লোকেরা দ্বন্ধে জড়ায় তাহলে আমাদের মার্কেটেরই বদনাম। এটা নিয়া আমরা অস্বস্তিতে আছি।

মার্কেটের ৩য় তলার অপর এক কাপড় ব্যবসায়ী জানান, গেল ২৫ জানুয়ারি সকলের উপস্থিতিতে কণ্ঠভোটে ওয়াহিদুজ্জামানকে সভাপতি ও সুলতান আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়। কিন্তু, একটি পক্ষ নির্বাচিত সভাপতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

মার্কেট বণিক সমিতির সাবেক নির্বাচন কমিশনার ও মার্কেট ব্যবসায়ী আনোয়ার হোসেন ওটু বলেন, আগের কমিটির শেষ হলেও তারা নির্বাচন না দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আহ্বায়ক কমিটি দিয়ে রেখেছে। ওই আহ্বায়ক কমিটিও নির্বাচনের কোন পদক্ষেপ না নেওয়ায় ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। একটি নির্বাচনই পারে এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে, আমির কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান খোলা কাগজকে বলেন, আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এগুলো করা হচ্ছে। ব্যবসায়ীরা আমাকে মানতেছিল না বিধায় আমি পদত্যাগ করে চলে আসছি। এখন তো আমার কোন দায়-দায়িত্ব নাই।

বক্তব্যে ২০২৩ সালের উত্তরা ১৩নং সেক্টর ইউনিট আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি ও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি। এছাড়াও শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতসহ উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালানো হাবিব হাসান ও ৫১নং ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে সখ্যতা ও আওয়ামী মিটিং মিছিলে সরাসরি নেতৃত্ব দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদকের প্রশ্ন এড়িয়ে যান।

বর্তমানে আমির কমপ্লেক্স মার্কেট ব্যবসায়ীদের মাঝে কথিত আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক তোসাদ্দেক আহমেদ কিরণকে দিয়ে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারার বিষয়ে জানতে চাইলে আব্দুস সোবহান বলেন, কিরণ আমার খাস লোক না। ওনার ব্যবসা ওনি করে, আমার ব্যবসা আমি করি। ওনি আমার লোক হবে কেন।

আওয়ামী সম্পৃক্ততার বিষয়ে জানতে আব্দুস সোবহানের স্বাক্ষরিত কথিত আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব তোসাদ্দেক আহম্মেদ কিরণের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। ওই কমিটির আহ্বায়ক পদধারী মার্কেট ব্যবসায়ী গোলাম মাওলা বলেন, আমি পরিস্কার করে বলতে চাই আমি কোন পক্ষ না। যারা এখন কাঁদা ছোড়াছুড়ি করছে তারা ব্যক্তিস্বার্থে এসব করছে। আমি বলেছি দেশের পরিস্থিতি ঠিক হলে অবশ্যই নির্বাচন হবে। কিন্তু, একটা পক্ষ নির্বাচন নিয়ে বেশি উৎসুক হয়ে পড়েছে। কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে যুক্ত থাকা আব্দুস সোবহানের অনুগত তোসাদ্দেক আহম্মেদ কিরণের ব্যাপারে তিনি বলেন, এখন যেহেতু রোজা আর ব্যবসায়ীদের ঈদের বাজার তাই রমজানের পরে বিষয়গুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নিব।

অপরদিকে, কমিটি নিয়ে মার্কেট ব্যবসায়ীদের মাঝে চলমান অস্বস্তি ও আতঙ্কের ব্যাপারে জানতে চাইলে আমির কমপ্লেক্স ট্রেডিং করপোরশনের পরিচালক (প্রশাসন) নজরুল ইসলাম বলেন, এই বিবাদ মীমাংসার জন্য আমি উভয় পক্ষকে কমপক্ষে বিশ বার নোটিশ দিয়েছি। একপক্ষ (ওয়াহিদুজ্জামান সুজন) আসলেও অপর পক্ষ (আহ্বায়ক কমিটি) আসে না। তারা বলে আসব না।

আব্দুস সোবহান স্বাক্ষরিত কথিত ওই আহ্বায়ক কমিটির বৈধতার বিষয়ে জানতে পরিচালক নজরুল ইসলাম বলেন, আমি তাদের গঠনতন্ত্র দেখেছি। গঠনতন্ত্রে কোথাও এডহক কমিটি শব্দটি নাই। এডহক কমিটি গঠন করতে পারবে এমন ক্ষমতার কথাও নাই। তিনি আরো বলেন, আগের কমিটি একটা জটিলতা সৃষ্টি করে চলে গেছে। এখন সমাধানে না আসলে ব্যবসায়ীদেরই সমস্যা।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলার আসামী ও আওয়ামী দোসরদের যোগসাজেশে উত্তরার আমির কমপ্লেক্স মার্কেটে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আহাম্মদ আলী বলেন, মার্কেট ব্যবসায়ীদের এরকম একটা বিষয়ে অবগত আছি। তবে কেউ হত্যা মামলার আসামি কিনা সেটা জানা নেই। মামলার আসামি হলে আমরা তাকে আসামি হিসেবেই ট্রিট করব। বিষয়টি আমরা খতিয়ে দেখব।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  এক মার্কেট   দুই কমিটি   অস্বস্তিতে ব্যবসায়ী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল
সোনারগাঁয়ে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সাপাহারে ধর্ষণকারি ও খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

সর্বাধিক পঠিত

গঙ্গাচড়ায় ধর্ষণ চেষ্টার মামলায় যুবক গ্রেফতার
রানীক্ষেত রোগে রায়হানের স্বপ্ন ভেঙে চুরমার
তারাবির নামাজের সময় সন্ত্রাসী হামলায় ৪ বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া
লোহাগাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close