বুধবার, ১২ মার্চ ২০২৫,
২৮ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ১২ মার্চ ২০২৫
শিরোনাম: অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই       গরু পাচারে শিশুদের ব্যবহার      ঈদের আগে পোশাক কারখানায় অস্থিরতা      পাকিস্তানে ট্রেনের যাত্রীদের জিম্মি: ২০ সেনা নিহত, জিম্মি ১৮২       রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান      হাবীবুল্লাহ বাহারের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দম্পতি গ্রেফতার      ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি, আহত পুলিশ      
গ্রামবাংলা
হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:২৩ পিএম আপডেট: ১১.০৩.২০২৫ ৬:৩৪ পিএম  (ভিজিটর : ৫৩৮)
ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। ছবি: প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাটিয়া উচ্চ বিদ‍্যালয়ের নৈশ প্রহরী মো. আরমান  (২৪) হত্যা মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ তুলেছে এলাকাবাসী। মামলায় উল্লেখিত আসামিদের না ধরে সাধারণ মানুষদের হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করছেন টাকা। চার জনকে আটকের পর ৬০ হাজার টাকার বিনিময়ে থানা থেকে মুক্তি দিয়েছে পুলিশ এমন অভিযোগ আটককৃত ও তার পরিবারের। 

জানা যায়, গত বছরের ১ অক্টোবর (মঙ্গলবার) ভোর রাতে জাটিয়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত অবস্থায় নৈশ প্রহরী আরমানকে হত্যা করা হয়। নিহত আরমান হোসেন স্থানীয় বাসিন্দা লোকমান হেকিমের ছেলে। ২০২১ সালের ১২ ডিসেম্বর সে জাটিয়া উচ্চ বিদ‍্যালয়ে নৈশ প্রহরী হিসাবে যোগদান করে কর্মরত অবস্থায় নিহত হন।

আরমান হত্যার বিষয়টি নিয়ে ঘটনার দিন রাতেই মা শামসুন্নাহার ঝরনা বাদি হয়ে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনেই আরমান হত্যার প্রধান আসামি মাসুদকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। এলাকাবাসীর অভিযোগ আটকের কিছু দিন পরই আসামি মাসুদকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সার্বিক সহযোগিতায় উচ্চ আদালত থেকে জামিন আসেন। বাদীর অভিযোগ মাসুদ গ্রাম পুলিশ হওয়ায় জামিনে আসার পর ওসি ওবায়দুর রহমানের সাথে সখ্যতা গড়ে তুলে মামলাটি ভিন্নখাতে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মামলা তুলে নেয়ার জন্য বাদীকে নানা হুমকী দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

গত ১২ ফেব্রুয়ারি থানার ওসি ওবায়দুর রহমানের নির্দেশে মামলাটির তদন্ত কর্মকর্তা এস আই নজরুল ইসলাম এলাকায় হঠাৎ রাতের বেলা অভিযান চালিয়ে আরিফ বিল্লাহ বাচ্চু, রিফাতুল ইসলাম শাহীন, বাবুল মিয়া ও রোমান মিয়া নামের চার জনকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন। এক পর্যায়ে আটকদের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। অন্যথায় আরমান হত্যা মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। আটক কিশোর বাবুলের পিতা মোনায়েম মিয়া বৈষম্য বিরোধী ছাত্র নেতা আরাফাতকে সঙ্গে নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুলের সাথে ৬০ হাজার টাকা রফা করে পরিশোধ করেন। পরে আটককৃতদের পরদিন রাতে মুক্তি দেওয়া হয়। 

ভুক্তভোগী রিফাতুল ইসলাম শাহীন জানান, ওসি সাহেব কথা বলবেন বলে রাত ২টার দিকে তাকে বাড়ি থেকে ধরে আনা হয়। থানায় এনে তাকে এবং আরেক কিশোর রোমানকে হ্যান্ডকাপসহ ঝুলিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আরমান হত্যা মামলায় ফাসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

কিশোর বাবুল মিয়া জানান, আগের দিন রাতে আটকের পর, পরের দিন মুক্তি দেওয়ার আগ পর্যন্ত তাকে বেদড়ক লাঠিপেটা করা হয়। এক পর্যায়ে তার বাবার সাথে এসআই নজরুলের ৬০হাজার টাকার রফা হলে তাকেসহ আটক চারজনকে মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়ার আগে সাদা কাগজে স্বাক্ষরসহ তাদের কাছ থেকে টাকা নেয়া হয়নি কিংবা কোনপ্রকার নির্যাতন করা হয়নি মর্মে তাদের কথ্য ভিডিও রের্কড করে রাখে।

এ বিষয়ে জাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের মুঠো ফোনে বার বার যোগাযোগ করার পরও  তিনি ফোন রিসিভ করেন নি। 

মামলার তদন্ত কর্মকর্তা এস আই নজরুল ইসলাম বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে চার জনকে আনা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ শেষে জিডি মুলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা।’

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ‘হত্যা মামলাটির তদন্তের জন্য চার জনকে আনা হয়েছিল। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে জিডি মুলে ছেড়ে দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এমন বিষয়টি আমার জানা নেই। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নজরুল ইসলামকে সরিয়ে অন্য জনকে দেওয়া হয়েছে।’

ময়মনসিংহ পুলিশ সুপার আক্তার-উল আলম এর নিকট একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  হত্যা মামলা   ঘুষ বানিজ্য   পুলিশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর জেল ও জরিমানা
অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই
বিএনপি নেতার বিস্ফোরক মামলায় ছাত্রদল সভাপতি জেলে
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন
গরু পাচারে শিশুদের ব্যবহার

সর্বাধিক পঠিত

হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
গঙ্গাচড়ায় ধর্ষণ চেষ্টার মামলায় যুবক গ্রেফতার
রানীক্ষেত রোগে রায়হানের স্বপ্ন ভেঙে চুরমার
চবিতে ছাত্র মজলিসের কোরআন তেলাওয়াতের আসর ও ইফতার মাহফিল
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close