বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ সমন্বয়ক সাইফুল হক বলেন, লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছে স্বৈরাচাররা। যে দেশে গুলির মুখে বুক পেতে দেয় জনগণ সে দেশে বৈষম্য থাকতে পারে না। ভারতীয় দালালরা আওয়ামী লীগ স্বৈরাচার সরকারকে মদদ দিয়েছে। গণঅভ্যুত্থানের সময় অনেক শিক্ষার্থী ও ভাইবোনকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আগামী ১৫ দিনের মধ্যে গাইবান্ধায় অবস্থারত রংপুর চিনি কল পুনরায় চালুর দাবি জানান।
আজ সোমবার (৪ নভেম্বর) গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহিদ মিনার চত্বরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ সমন্বয়ক সাইফুল হক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। দ্রুত সংস্কার করে দেশকে সঠিক গতিতে পরিচালনা করতে হবে। সংস্কার শেষ করে সুষ্ঠ নির্বাচন দেয়ার আহ্বান জানান। গণঅভ্যুত্থানের সময় সকল হত্যার বিচার করতে হবে। আজ আমরা বাধা ছাড়াই সভা সমাবেশ করতে পারছি। স্বৈরাচারদের এই দেশে স্থান হবে না। এছাড়াও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ সমন্বয়ক সাইফুল হক গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করে দেশের বর্তমান পরিস্থিতির উপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
দলের জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মাহমুদ হোসেন প্রমুখ।
সমাবেশে শ্লোগান ছিল ‘গণঅভ্যুত্থানের চেতনায় সকল বৈষম্যের বিলোপ করুন অধিকার, ইনসাফ ও মুক্তির কাফেলায় সামিল হোন’।
কেকে/এজে