যশোরের কেশবপুরে সৎ মায়ের বিরুদ্ধে সতীন পুত্র-কন্যাকে বাড়ি ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ মার্চ) এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের আলতাপোল মধু সড়ক এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র সোহাইবুর রহমান অভিযোগে উল্লেখ করেন, তার পিতা হাবিবুর রহমান প্রায় সাত মাস আগে মৃত্যুবরণ করায় সৎ মা সাজদা পারভীন, উপজেলার শ্রীরামপুর গ্রামের বখতিয়ার খালিদ অন্তু ও রাজনগর বাকাবর্শী গ্রামের রুস্তম আলী জোটবদ্ধ হয়ে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য চক্রান্ত করে। গত ৯ মার্চ সকাল অনুমান সাড়ে ৯ টার দিকে সোহাইবুর রহমান ও তার বোন সোহানা বড়চাচা লুৎফর রহমানকে নিয়ে তার পিতার রেখে যাওয়া বাড়িতে প্রবেশ করতে চাইলে রুস্তম আলীর কু-পরামর্শে বাড়িতে প্রবেশে বাধা দেয়। একপর্যায়ে সৎ মা সাজেদা পারভীন বিভিন্ন রকম গালিগালাজ ও হুমকি দিয়ে ঘরে থাকা দলিল এবং মূল্যবান কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সে আমাকে ও আমার পরিবারকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। যা নিয়ে সোহাইবুর রহমান জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় সোহাইবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার উক্ত তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
কেশবপুর থানার কর্তব্যরত দারোগা এসআই আমিনুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কেকে/ এমএস