শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন-সিইএএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এ ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ পাবে, যা তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন ও পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।
সোমবার (৯ মার্চ) আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানে সিইএএর সভাপতি জহিরুল ইসলাম এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান এন হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্টের নতুন দ্বার উন্মোচন করবে, যেখানে তারা বাস্তব প্রকৌশল কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। এটি ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ারদের পেশাগত উৎকর্ষতা অর্জন এবং শিল্পখাতে নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিইএএর সাধারণ সম্পাদক আশিফ রহমান জেনি, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক কে.এম. তাওরাত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক স্নেহাশীষ ভট্টাচার্য এবং নির্বাহী সদস্য আদনান ইসলাম। এছাড়াও, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে কর্পোরেট সেলসের জেনারেল ম্যানেজার দিবাকর বিশ্বাস এবং মানবসম্পদ বিভাগের প্রধান শিহাব উদ্দিন খান উপস্থিত ছিলেন।
এই সমঝোতা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শিক্ষাখাতে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রতিফলন। শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও পেশাগত উন্নয়নের এমন সুযোগ তাদের ভবিষ্যৎ কর্মজীবনে এক শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
কেকে/এজে