বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪,
২৩ কার্তিক ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
শিরোনাম: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬০      ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন      ছাত্র-শিক্ষক সমাজ চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছে: প্রধান উপদেষ্টা      ঢাবিতে ব্যানার-ফেস্টুন সাঁটানোর ঘটনা দুঃখজনক বললেন ছাত্রদলের সভাপতি      আদালতে আমুর আইনজীবীকে মারধর      জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ      ভাগ্য খুলতে পারে ২৭তম বিসিএসে বাদ পড়া ১১৩৭ জনের      
ধর্ম
ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য তৈরি করে নামাজ
ধর্ম ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১০:০৩ পিএম আপডেট: ০৪.১১.২০২৪ ১০:০৪ পিএম  (ভিজিটর : ৪৯)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মে ঈমানের পর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৮২ বার সরাসরি নামাজের কথা বলেছেন। নামাজের গুরুত্ব সম্পর্কে বহু হাদিস বর্ণিত রয়েছে।

সুরা বাকারার শুরুতে মুত্তাকিদের প্রধান বৈশিষ্ট্য হিসেবে ঈমান, নামাজ আদায় ও জাকাত প্রদানের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। (সুরা বাকারা: ৩, ৪) আরেক আয়াতে সব মুমিনদের ওপর নামাজ ফরজ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্যকর্তব্য। (সুরা নিসা: ১০৩)

কাফের ও মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ আদায় করে না, মুমিন নামাজ আদায় করে। একজন প্রকৃত মুমিন ব্যক্তি কখনও নামাজ ছেড়ে দিতে পারে না। জাবের (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবিজিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। (সহিহ মুসলিম: ৮২) অর্থাৎ নামাজ পরিত্যাগ করলে বান্দা কুফরের কাছাকাছি পৌঁছে যায়।

নামাজ আদায় জান্নাতে যাওয়ার অন্যতম প্রধান উপায়। নামাজ জান্নাতের চাবি। আর নামাজ ত্যাগ জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, (জাহান্নামীদের প্রশ্ন করা হবে) কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাল? তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না’। (সুরা মুদ্দাসসির: ৪২, ৪৩)

কোরআনের আরেক জায়গায় নামাজে অলসতা বা অমনোযোগিতা এবং নামাজে ইখলাস না থাকাকেও জাহান্নামের শাস্তি ভোগের কারণ বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, যারা নিজেদের নামাজে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য তা করে। (সুরা মাউন: ৪-৬)

আর নামাজ আদায় আখেরাতে মুক্তি ও জান্নাত লাভের উপায়। উবাদা ইবনে সামিত (রা.) বলেন, আমি আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতে শুনেছি, আল্লাহ তাআলা বান্দার ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলাবশত তাতে কোনো ত্রুটি করবে না, তার সঙ্গে আল্লাহ তাআলার চুক্তি হয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। (সুনানে আবু দাউদ: ১৪২০)

একজন মুমিনের মানসিক ভারসাম্য যতক্ষণ ঠিক থাকে, যতক্ষণ সে ইশারায় নামাজ আদায় করতে পারে, ততক্ষণ যে কোনো অবস্থায় তার ওপর নামাজ আদায় করা ফরজ। মুমিনের পুরো শরীর যদি অকেজো হয়ে যায়, সে যদি শুধু মাথা দিয়ে ইশারা করতে পারে, তখনও তার কর্তব্য মাথার ইশারায় নামাজ আদায় করা। মিসওয়ার ইবন মাখরামা (রহ.) থেকে বর্ণিত, যে রাতে ওমর ইবনে খাত্তাবকে (রা.) (বিখ্যাত সাহাবি ও ইসলামের দ্বিতীয় খলিফা) ছুরিকাঘাত করা হয়, সে রাতেও ওমরকে (রা.) ফজরের নামাজের জন্য জাগানো হয়। ওমর (রা.) বলেন, আমি এই অবস্থায়ও নামাজ পড়ব। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অংশ নেই।’ ওমরের (রা.) জখম থেকে রক্ত প্রবাহিত হচ্ছিলো, এই অবস্থায়ই তিনি নামাজ পড়লেন। (মুয়াত্তা মালেক: ৮১)

আল্লাহ আমাদের সবাইকে আমৃত্যু পূর্ণ ইখলাসের সাথে, পূর্ণ মনোযোগের সাথে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের তওফিক দান করুন! আমিন

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬০
ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করিনি : মাহমুদুর রহমান
ইসকনের উগ্রবাদী কার্যক্রম বন্ধ করতে হবে: খেলাফত মজলিস
ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন
বাধা পেরিয়ে সফল উদ্যোক্তা দিলরুবা

সর্বাধিক পঠিত

নীলফামারীতে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আনন্দ র‌্যালি
সালথায় তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
ছাত্রলীগ সভাপতিকে নিয়ে টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন
নড়াইল জেলা জমিয়তের দায়িত্বে মুফতী তালহা-শহীদুল
ধর্ম অবমাননা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝